বাউফলে প্রধানমন্ত্রীর উপহার হিসেব ঘর পেল ৫০ গৃহহীন পরিবার

 বাউফলে প্রধানমন্ত্রীর উপহার হিসেব ঘর পেল ৫০ গৃহহীন পরিবার


দেলোয়ার হোসেন, বাউফল ।পটুয়াখালীর বাউফলে অসহায় ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবার প্রধানমন্ত্রী  শেখ হাসিনার উপহার হিসেবে    জমি ,দলিলসহ  ঘর উপহার পেলেন। রবিবার সকালে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় সারা দেশে একযোগে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার পর স্থানীয়ভাবে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ৫০জন গৃহহীনদের মধ্যে জমি,গৃহ ও সনদপত্র হস্তান্তর করেন  বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির চেয়ারম্যান ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি ।
এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ন কবির,ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সহকারি কমশিনার (ভূমি) আনিচুর রহমান, এমপি এপিএস আনিচুর রহমান ,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি ও বেসকারি কর্মকর্তা ,সাংবাদিক,স্থানীয় সুধীজন ।